আয় ছাগু ঘুরে যা, একটা মাইনাস দিয়ে যা
যুদ্ধাপরাধীদের বিচারের পর সামহোয়ারের রাজনৈতিক ব্লগাররা (যারা কেবল রাজনৈতিক বিষয়েই ক্যাঁচালে অংশ নেন, অন্য বিষয়ে ক্যাঁচাল করেন না) একটা ইস্যু হারাবে। কারণ এই মূহুর্তে এ বিষয়ে ক্যাঁচাল করতে শরীরে জোশ আসে। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের পরতো ঐতিহাসিক সব রাজাকার্স ব্লগাররা নিক পাল্টিয়ে ব্লগিঙ শুরু করবে। কেউ কোবতে লিখবে, কেউ ছড়া। তাদেরকে দৌড়ের উপর রাখার আর কোন সুযোগ থাকবে না। তাহলে কারা দৌড়ের উপর থাকবে? ছাত্রলীগমনা ব্লগাররা, নাকি বিম্পিরা? কেন যেন মনে হয় আওয়ামীমনাদের শনি আর রাহু একসাথ হচেছ। বিম্পিকে মনে হয়না কেউ এখন আর গোনায় ধরে।
নতুন ধরনের এ ক্যাঁচালের জন্য আবার ভাষা বিশেষজ্ঞরা নতুন নতুন শব্দ আর বাক্য গঠনে ব্যস্ত হয়ে পড়বেন। এবারের ক্যাঁচাল মনে হয় অনেক লজিক্যালি হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।