জয় বাংলা মাঝে মাঝে আকাশের অস্ফূট চাঁদ উপলক্ষ হয়ে যায় বাঁধ ভাঙ্গা আনন্দের; পূর্ণ চাঁদের আলোও তখন ম্লান অনেক। সমষ্টির আনন্দ ব্যক্তির আনন্দকে ছাপিয়ে বহু মাত্রিকতায় উঠে যায় অধরা উচ্চতায়; সেখানে সে আনন্দ রঙধনুর নানান রঙে বর্ণিল হয়ে সেজে উঠে, যেন আরো আরো আনন্দ ছড়ায়। আনন্দ এমনই, যতই ছড়াইবে ততই বাড়িবে, তাই তাকে ছড়িয়ে দাও এমনতরে, যেন- প্রতিটি ব্যাক্তি স্বতন্ত্রভাবে সেই আনন্দের অংশীদার জ্ঞান করে। হীন ব্যাক্তি আনন্দ রেখে দাও নিজের মাঝে, নয়ত অহংবোধ আর ঈর্ষা - আপনার হতে আরো আপন হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।