আজকের খেলায় বাংলাদেশ জিততে পারেনি। তাই বলে তারা হেরেছে এটাও বলা যাবে না। ১৯৭ এর বিপরীতে মাত্র ১৮ রানে হেরেছে। হয়তো আরেকটু ভাল খেললে জিততে পারতো কিন্তু তাতেও কোনো আক্ষেপ নেই। তার প্রধাণ কারণ মাত্র এক উইকেট হারিয়ে তারা রান করেছে অনেক।
কোনো ব্যাটসম্যানই ব্যর্থ নয়। যারা বাংলাদেশ জেতেনি বলে কষ্ট পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি:
ওয়েস্ট ইন্ডিজ অনেক অভিজ্ঞ এক দল এবং টি ২০ তে বিশ্ব চ্যাম্পিয়ন। আর ২০ ওভারের খেলার ভাগ্য নির্ধারণ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পর্বে। শেষ ওভারগুলোতে অত রান না হলে খেলাটা বাংলাদেশের পক্ষে থাকতো। ওভারপ্রতি ১০ রান চেজ করা কম কথা নয়।
সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত বাংলাদেশ চেষ্টা করছে। স্পিনারদের একটু ভাল করে ফেস করতে পারলে রান আরো বেশি হতে পারতো।
টসে জেতা হারাটাও ফ্যাক্টর। কুয়াশা এবং শিশির এ বল ভারী হয়ে যাওয়ায় বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের সমস্যা বেশি হয়েছে। ২য় ইনিংসটা সবসময়ই চাপের।
কিন্তু বাংলাদেশ চাপের মুখে খেলাটা টেনে নিয়ে গেছে অনেকদূর।
খেলোয়াড়দের টেম্পারামেন্ট উন্নত হয়েছে। চাপের মুখে উইকেট বিলিয়ে দিয়ে আসে নি আবার পরাস্ত হয়েও থাকে নি। রান করার চেষ্টা করেছে।
খেলায় হারজিত থাকে।
জিতলে আনন্দ বেশি হয়। তবে এই খেলাটা উপভোগ্য হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে এনজয় করেছি।
আমার মনে হয় খেলোয়াড়দের পাশে থেকে তাদের ভাল খেলার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সাহস দেই। আত্মবিশ্বাসী করে তুলি।
এভাবেই এগোবে বাংলাদেশের ক্রিকেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।