- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
আকাশ বলে বাতাস বলে ব্যথা
ব্যথার তুলি পলাশলাল মেঘে..
নাহ্, এ নয় কোনো নিছক কাব্য আমার। আজ আমি বেশ ভালো আছি। আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জানাই।
কবিতার একটা বই হাতে তুলে নিই- অনেকদিন বইগুলোয় হাত পড়েনা। ধুলো জমে গেছে বিছানার পাশে রাখা গ্রন্থগুলোয়।
আলসেমি করে দিন কেটে যায়, কতো কাজ জমা পড়ে থাকে ঘরের কোণে, মস্তিষ্কের নিউরণে নিউরণে।
তবুও আজ উপলব্ধি করতে পারি, কষ্টমাখা হৃদয়টাতে আজ আনন্দ স্পর্শ করেছে। কেমন যেনো এক অনাবিল সুখ। নাহ্, এ ভালোবাসায় মত্ত কোনো প্রেমিকের উপখ্যান নয়। ভুল ভেবে বসো না আবার!
দুঃখ আমাকে আগলে রাখে।
দুঃখ যেভাবে নাড়া দেয়, আনন্দ কি তা পারে? আনন্দ ঈর্ষা জাগানিয়া ভাবনার উদ্রেগ করে বসে নিছক আনন্দেই।
আ, পৃথিবী! এখনো আমার ঘুম ভাঙেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।