আমাদের কথা খুঁজে নিন

   

একটা সুন্দর ঈদের উপহার, যারা বস্তুগত উপহার নিয়ে ভাবছেন তারা প্রতারিত হবেন।

বহু দূর যেতে হবে । ঈদ মুবারাক। সবাইকে ঈদের শুভেচ্ছা। কাল সকালে বাড়ি যাচ্ছি নরসিংদী। লম্বা ছুটি, অনেক দিন পর এক সপ্তাহের জন্য বাবা মায়ের সাথে কাটানোর সুযোগ।

যদি পত্রিকাতে আমার দুর্গথনা জনিত মৃত্যু সংবাদ না ছাপানো হয় তার মানে আমি সেই ভাগ্যমানদের একজন যারা পরিবার পরিজনদের সাথে ঈদ উৎযাপন করবে। এইবার ঈদ টা একটা বিশেষ কারনে আমাদের পরিবারের কাছে গুরুত্বপুর্ন, গত ঈদে আমারা পরিবারের সদস্য সংখ্যা ছিলাম চার জন, আমি আমার ছোট ভাই, বাবা মা। এই বছর দুইজন নূতন মানুষ আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ আপনার অনুমান সঠিক আমারা দুই ভাই এখন বিবাহিত । আমার ও আমার ছোট ভাইয়ের বউ এর জন্য একটা নূতন পরিবারের সদস্য হয়ে ঈদ করার অভিজ্ঞতা।

আর আমাদের জন্য একটা সাজানো গুছানো ঈদ। তিন বোনের বিয়ে হয়ে যাওয়ার পর গত তের বছর ধরে আমাদের ঈদ কেমন যেন ম্যাটমেটে ছিল। প্রাণবন্ত একটা ঈদ এর স্বপ্ন নিয়ে আজ রাতে ঘুমুতে যাব। সবার জন্য শুভকামনা। আমি লিখতে বসলে প্রধান যেই সমস্যাটাতে পড়ি টা হল ভূমিকা লিখতে গিয়ে লাইনচুতি।

যা ভেবে লিখতে বসি লিখা চলতে থাকে তার ১০০ মাইল দূর দিয়ে। বহু স্টেশন জংশন গুড়ে মুল লিখাতে ফিরে আসা হয়ে পরে দুঃসাধ্য। আপাদত গুরাগুরি বন্ধ চলুন সরাসরি মুল লিখাতে চলে যাওয়া যাক। আমরা যারা ঈদে বাড়ি যাচ্ছি কয়েক দিন থাকব আশা করা যায় আমাদের খুব বেশি বেস্ততা থাকবে না, আসুন এই ঈদে আমারা আমাদের পরিবার পরিজনদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সমাজকে একটা সুন্দর ঈদের উপহার দেই। কিছু গাছ লাগাই।

গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, জাতীয় লিখা লিখে আপনাদের বিরক্ত করব না, আমারা যারা ব্লগ পড়ি লিখি তারা সবাই গাছের উপকারিতা সম্পর্কে সজ্ঞান। আমি শুধু বলব আমাদের গুমন্ত উপলব্দিটাকে জাগিয়ে তুলতে। ভাবুনতো এই মুহূর্তে আপনি যেই অক্সিজেনটা নিচ্ছেন, অক্সিজেনটা কোন গাছ থেকে পাচ্ছেন? আপনি জানেন না । আপনি এইটা ও জানেন না গাছটা কে লাগিয়েছে। কিন্তু আপনি এইটা জানেন আপনি সারা জীবনে কয়টা গাছ লাগিয়েছেন।

অঙ্কটা একটু মিলিয়ে দেখুন আপনার প্রাপ্য অক্সিজেন কতটুকু আর আপনি ভোগ করছেন কতটুকু? কতো আম, জাম, কাঁঠাল, লিচু খেয়েছেন সারা জীবনে? কয়টা ফলের গাছ আপনার নিজের হাতে লাগিয়েছেন ? আপনি টাকা দিয়ে কিনে খাচ্ছেন কিন্তু গাছটা যদি না থাকে আপনি টাকা খেতে পারবেন না। এইবার বাড়ি গিয়ে বিশেষ এই ঈদে আমি কিছু ফলের গাছ লাগাবো। এখনো বৃষ্টি হচ্ছে এখনো সময় আছে গাছ লাগানোর। কয়েকটা ফলের গাছ লাগান এইটার পরিচর্যা ও বেড়ে ওঠার নিরাপদ বন্দোবস্ত করে দিন। সবার জন্য শুভ কামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.