আমাদের কথা খুঁজে নিন

   

মানবিকতা না বাস্তবতা !!!!

ামি এখন ভার্সিটির ছাত্র প্রত্যেকটি মানুষের মানবিকতা বা বিবেক নামক একটা বৈশিষ্ট থাকে । কিন্তূ বর্তমান যুগে সে বৈশিষ্ট্য টি প্রায় হারিয়ে গেছে। এর প্রধান কারণ বাস্তবতা । আজ থেকে প্রায় ৬০ বছর আগের একটি ঘটনা বলি, এক জন গ্রামের স্কুল মাস্টারের একটি ছেলে ছিল । ছেলেটির খুব ডাক্তারী পড়ার ইচ্ছা ছিল ,কারণ তার মধ্যে তখন সেবা করার পণ ছিল , তার মা বিনা চিকিৎস্যায় মারা যায়।

গ্রামে সে আমলে হোমিও প্যাথিক ডাক্তারের দাম এমবিবিএস এর চেয়ে বেশি ছিল । তখন ছেলেটি তার লক্ষ্য স্থির করেছিল হোমিও প্যাথিক ডাক্তার হওয়ার । সে অনুসারে সে কঠোর পরিশ্রম করে এক সময় সৎ ডাক্তার হয়। সে অনেককে বিনা পারিশ্রমিকে চিকিৎস্যা করে {১}। সে এক সময় জনপ্রিয় এবং ভালো চিকিৎস্যকে পরিণিত ।

সে এক সময় বিয়ে করে । তার তিন মেয়ে আর দুই ছেলে হয় । সময় ভালোই যাচ্ছিল । সময়ের সাথে স্রোতে তার ছেলে মেয়ে বড় । মেয়েদের বিয়ের সময় হয় ছেলেদের কর্ম ক্ষেত্রে যাওয়ার সময় ।

তখন ডাক্তারটি আর্থিক সংকটে পড়ে যায় । সে সময় কেউ তাকে সাহায্য করেনি । সে বহু কষ্টে ধার দেনা করে তার মেয়েদের বিয়ে দেন । অত পর ধারের দেনা শোধ করার জন্য তার ডাক্তারি পেশার যথোপযুক্ত ব্যবহার শুরু করেন । সে তার পারিশ্রমিক বাড়িয়ে দেয় ।

ধিরে ধিরে তার মানবিকতা বা বিবেক কমতে থাকে । যেহেতু ভালো ডাক্তার সে হেতু রোগীর অভাব হয়না । বর্তমানে সে অনেক বয়স্ক । তার কাছে এখনও অনেক রোগী আসে কিন্তু পায়না আগের মানবিকতা । যেমন "এক জন রোগী চিকিৎস্া গ্রহন করার পর ঐষধ নেওয়ার সময় দেখা গেল তার কাছে ঐষধের মূল্যের কম পরিমান টাকা আছে ; তাহলে সে রোগী: ডাক্তার সাহেব ,আমার কাছে আপনার ঐষধরে মূল্যের কিছু কম পরিমান টাকা আছে।

আমার কাছে যা আছে রাখুন বাকিটা বাড়ি থেকে এনে দিচ্ছি। ডাক্তার :[সুন্দর করে ঐষধটি নিয়ে ডাক্তার তার পূর্বের দুর্দিনের কথা চিন্তা করে ] বাড়ি থেকে টাকাটি নিয়ে এসে ঐষধটি নিয়ে যায়েন। {২} ১> এক নাম্বার টি মানবিকতা বা বিবেকের উদাহারন ২>দুই নম্বরটি বাস্তবতার উদাহারন অর্থাৎ বাস্তবতার কারণে মানুষের মানবিকতা বিবেক হারিয়ে যাচ্ছে । যা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। ।

। । । । ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।