আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারে ফাইল/ফোল্ডার Protected বা ভাইরাস জনিত কারনে ডিলেট হচ্ছে না? Access denied বা administer permission required দেখাচ্ছে? জেনে নিন কিভাবে ডিলেট করবেন।


এবার "InstallTakeOwnership.reg" ডাবল ক্লিক করুন এরপর ফাইলটি ইন্সটল করতে চান কিনা জানতে চাইবে YES করে দিন। এবার দেখুন ইন্সটল হয়ে গেছে তার confirmation দিবে। এখন যে ফাইল বা ফোল্ডারটি ডিলেট করতে চাচ্ছেন কিন্তু ডিলেট হচ্ছে না, তার উপর মাউসের পয়েন্টারটি রেখে ডান দিকের বাটনটি ক্লিক করুন একটি মেনু ওপেন হবে, এখানে দেখুন উপর থেকে ২-৩টি ঘর নিচে Take OwnerShip নামে একটি অপশন যোগ হয়েছে... এটিতে ক্লিক করুন। এরপর সব কাজ অটোমেটিক হয়ে যাবে... একটি Command প্রমোট উইন্ডো আসবে এবং ফাইলটির Ownership পরিবর্তন হয়ে গেলে আবার অটো ক্লোজ হয়ে যাবে। কাজ শেষ এবার ফাইল বা ফোল্ডারটি ডিলেট করে দেখুন ডিলেট হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.