আমি অনেক ভাল ছত্র না। মোটামোটি ছাত্রদের তালিকায়ও আমার নাম রাখা যায় কিনা সন্দেহ। যাই হোক। আমার ছোটবেলা থেকে ইছা ছিল ইঞ্জিনিয়ারিং পরবো। আমাদের দেশের প্রচলিত বেবস্থায় আমার বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে পরার সোযোগ হয় নাই।
ইছার প্রতিফলন ঘটাতে জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। অবস্য তখনো আমার নিজের কম্পিউটার ছিলোনা। ভর্তি হওয়ার পর একটা কম্পিউটার কিনে দেন আমার বাবা। এজন্য ওনাকে আগেই ধন্যবাদ। তখন থেকে পথ চলা শুরু।
ব্লগ আমি লিখি না। তবে এখন থেকে নিয়মিত লিখার চেষ্টা করবো। .। .। .।
.। .। .। .। .।
.। .। । আবার পরে কথা হবে । আজকের মত আল্লাহ হাফেজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।