আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের কীট-২২

mail.aronno@gmail.com to my father, for the first time... হে গাছ, তোমাকে বলছি শোনো, মানুষের শরীরে পিশাচের রক্ত নিয়ে এই যে বেঁচে থাকা, তা থেকে পালাতে গিয়ে হারিয়ে ফেলেছি শুদ্ধ-জন্ম, চেনা শরীরের সীমারেখা। অদৃশ্য সব কিছুতেই এসে পড়ছে আলো, আর নিজেরই গন্ধে বিভোর হয়ে উঠেছে ছায়া-শরীর । হে গাছ, তুমি কি কখনও খেয়েছ পাখির মাংস? খেয়েছ কি নিজের হলুদ পাতা? আমাকে দেখো, নিজের ছায়াটির দিকেও কেমন লোলুপ তাকিয়ে থাকি সারাবেলা। ভয়ের তীর ছুঁড়ে দিয়েছি শূন্যে, আর মাংস ব্যথায় জর্জরিত ক্ষুধা, তাকে বলি, ‘ঘুমিয়ে থাকো আরও সহস্র বছর।’ হয়ত নতুন রূপ অথবা ভিন্ন শরীরে গজাবে মাংসাশী ডাল-পালা, আর তুমি-আমি বিষন্ন কোনো দিনে, এভাবেই গুনে রাখব নিষ্পাপ মানুষের কাটা মাথা! ১৬.০৬.১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।