পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব
বাতাসের ডানায় উড়ে উড়ে আসে তোমার অস্তিত্বের
তিক্ষ্ণ ঘ্রাণ; দশদিক পাতিপাতি ক’রে খুঁজি, পাইনি তবু
তোমার বিন্দু বাষ্প। আমি অমাবশ্যার সারথী নই- ছিলাম
না কখনো রোদের প্রতিপক্ষ; দুটি আরক্ত চোখে এখনো
থই থই করে নক্ষত্রের আলো। ব্ল্যাকহোলের অনেক অতলে
তলিয়ে যেতে যেতে আমিইতো একদিন খুঁজে এনেছি
রামধনুকের হার- সাতরঙা বৃষ্টির দিন তোমার উঠোনে;
জ্বালিয়েছি চাঁদ-বাতি আধাঁরের বুক চিড়ে তুমুল কৃষ্ণপক্ষ
রাত্তিরে- ঈশ্বরের দিকে ছুড়ে দিয়ে তর্জনির তিক্ষ্ণ বিরুদ্ধতা ।
সেই আমি...
কতকাল জল পান করি না- তবু স্পষ্ট শুনছি জলজ সংগীত;
ইদানিং উড়ে আসা মরু-চাতক এক, চুমুকে চুমুকে চুষে নিচ্ছে
তোমার সেই নিটোল দিঘী। আর খুব কাছাকাছি দূরের মানুষ-
ঘ্রাণগ্রস্থ পড়ে আছি মধ্যরাতের কফিনে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।