আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের গান

Melancholy and Infinite sadness

কোনো কথা নাই । সব দৈনন্দিন দীনতার শেষে কয়েকটা মূহু্র্ত অন্ধকারের গান শোনা । জলের তলে চোখ বুঁজে শ্যাওলা পড়া প্রাসাদে ফিরে যাওয়া । কোনো কথা নাই । হারিয়ে যাওয়ার আগে কয়েক মূহুর্ত অন্ধকারের ডানা হয়ে ভেসে থাকা।

নিঝুম এই রাতে ,মাঝরাতের কিছু ভালো লাগার মিউজিক শেয়ার করলাম। ১। Funkadelic - Maggot Brain ২। Mogwai -"Stanley Kubrick" ৩। Pink Floyd- Marooned যদিও তিনটাই কম্পোজিশন ,তবে রক ঘরানার ,যারা রক/হার্ডরক শোনেন তাদের বেশি ভালো লাগবে।

ডিসটর্শন ,রিফ নিয়ে অ্যালার্জি থাকলে ভালো নাও লাগতে পারে। তাদের জন্য এই গানটা দিলাম - emiliana torrini- birds

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।