আমাদের কথা খুঁজে নিন

   

কমরেড মুজিব,তুমি আমাকে ক্ষমা করো

কমরেড মুজিব,তুমি আমাকে ক্ষমা করো। আমি এখন তোমার আত্মার শান্তির জন্য নফল রোজাও থাকি না,সেই কালো রাতের স্মরণে সারা রাত নির্ঘুমে কাঁটিয়েও দিই না। কারন আমি এখন সেই আগের মতো এত ঈমানদার নই। কমরেড মুজিব,কবর থেকে আমাকে একটু আশীর্বাদ করো,যাতে আমি সেই আগের মতোই ইমানদার হতে পারি,তোমার আদর্শে উজ্জীবিত হয়ে তোমার প্রিয় বাংলার মেহনতি মানুষের বিপদে নিজের জীবনটাই বিলিয়ে দিতে পারি অকাতরে। তবে একটা কথা বলি,মেহনতি মানুষের কাছ থেকে লুট করা টাকা দিয়ে বানানো মুজিবকোট গাঁয়ে দিলে হয়তো হাইব্রিড আওয়ামী লীগের নেতা হওয়া যায়,কিন্তু কমরেড মুজিবের পাগলা ভক্ত হওয়া যায় না।

কোন দিন যাবেও না। যারা এই কালো রাতে মিথ্যে জন্মদিন পালন করে তাঁদের প্রতি পৃথিবীর সব অভিশাপ দিচ্ছি,যেমন দিতাম যখন তাঁরা ক্ষমতায় ছিল। (সাবধান,সাবধান,সাবধান। ভুল করেও কেউ আমাকে আওয়ামী লীগের কর্মী বলে অপবাদ দিবেন না। আমি কমরেড মুজিবের এক পাগলা ভক্ত মাত্র।

শহীদ সাংবাদিক সাগর সারোয়ার,শহীদ সাংবাদিক মেহেরুন রুনি এবং আমার ভাই সিলেট সরকারি মহিলা কলেজের শহীদ অধ্যাপক হারুনের খুনিরা এবং তাঁদের ক্ষমতাশালী আশ্রয়দাতাদেরকেও বাংলার জনগন কমরেড মুজিবের সব খুনিদের মতো তোদেরকেও ফাঁসীর কাষ্ঠে একদিন না একদিন ঝুলাবেই ঝুলাবেই,ইনশাল্লাহ। ) আমি হাবিবুল্লাহ মিজান বলছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।