আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... একলা যে তুই থাকিসরে মন কার সাথে কস কথা? -- বৃক্ষ, তার পাতা আর আমার নীরবতা.... একলা যে তুই চেয়ে থাকিস কারে খুঁজিস মনে? --- অচিনপুরের অচিন মানুষ বসত মনের কোণে... নীরব হয়ে থাকিস কেন? কার কাছে কস ব্যথা? --- বৃক্ষ নীরব আমার মতই, মনে মনেই কথা কেমন আলাপ গাছের সাথে কি কয় বৃক্ষ তোরে? ----কয় আমার মতই দুঃখ পেল সারাজীবন ভরে... কেমন দুঃখ আছে গাছের কেমন আজব কথা!! ---আজব হলেও নয় সে আজব বৃক্ষ দুঃখ গাঁথা.... ৯ জুন, ২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।