দূর থেকে খুব মজার মানুষ আমায় যাবে দেখা, কাছে যতই আসবে পাবে আমায় ততই একা !
কাটছে অনেক কষ্টে আমার এক একটি দিন
একাকিত্বের মাঝে হচ্ছি নিজেই বিলীন।
চলছে অবিরাম জীবন নাটক আর ব্যস্ত বিনোদ চিত্ত
সবার ভীড়ে হারিয়ে যাচ্ছে আমার অস্তিত্ব !
ফুল তখনি সুন্দর যখন প্রস্ফুটিত হয়
অস্ফুটই কি রয়ে যাবে মোর ফুলেল হৃদয়?
সমুদ্রে তো অনেক পানি; তবু খাবার পানি নাই
মানবসমুদ্রে আমার বাস; তবু "আমার মানুষ" নাই !
দূর থেকে খুব "মজার মানুষ" আমায় যাবে দেখা
কাছে যতই আসবে পাবে আমায় ততই একা !
কাকে বলি আমি আমার একাকিত্বের ব্যথা ?
কে শুনবে আমার মনের গহীন গোপন কথা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।