গতকাল আকাশ কাল করে ছিল। গতকাল দুপুরে আকাশ অনেক কালো আর গুমোট হয়ে ছিল। সারাদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকার পর আকাশ গুমোট হলে ভাল লাগে।
হালকা হিমহিম বাতাস ভেসে আসে জানালা দিয়ে। ভেতরের গরমটা কাটিয়ে দিয়ে যায়।
দুপুরের পর পর ঝিরঝির বৃষ্টি নামল। ঝিরঝির, ঝিরঝির। এরপর আরো একটু জোরে। ভিজতে মন চাইল। অফিসে ভেজা যায় কিভাবে! মন তো আর মানে না।
তাই এক পথ দিয়ে বেড়িয়ে সারা পথ ছাতা ছাড়া ঘুরে ঘুরপথে এসে আমার নিজের অফিসের ভেতর ঢুকে পড়া। পথে যারা দেখল তারা হয়তো ভাবলো আহা ম্যডামের ছাতা নাই। ম্যাডাম যে শখের বৃষ্টিকে ছুঁতে এসেছে তা কেউ বুঝলে তো। তবে ঝুম বৃষ্টিতে কাকভিজা হওয়া হল না, এটা একটা আফসুস। ঝুম বৃষ্টিকে খোলা জানালায় ছাট নিতে নিতে কাছে রাখা।
ঘর ভিজে গেল, যাক তাতে কি! এরপর অফিসে ভেজার প্রস্তুতি রাখতে হবে।
ফেরার পথে দেখা গেল বৃষ্টিতে নোঙরা ময়লা হাঁটু পানিতে পথ সয়লাব। কঠিন জ্যাম। সিএনজি গুলা বন্ধ হয়ে যাচ্ছে। দুপুরের স্বস্তির বৃষ্টি বিকেলে বিড়ম্বনা এনে দিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।