রবি ঠাকুর যেমন লিখেছিলেন। শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে পড়ুক ঝরে। তেমন করেই বৃষ্টি এসে ধুয়ে দেয় অরণ্যের পাতা। তাতে পিছলে পড়ে রোদ্দুর। ঘরের দেয়ালেও সেই রোদের প্রতিবিম্ব।
অলস এমন সময়ে হঠাৎ শিহরণ। দুটো হাত মাথার উপর তুলে উদাসী হাওয়ায় ভাসিয়ে ডান হাতের আঙুলগুলি বাঁ হাতের আঙুলে জড়িয়ে ধরি। তখনই চোখ পড়ে দেয়ালে। যেখানে অরণ্য থেকে ঠিকরে আসা রোদের ছবি। তারই সরণীতে আমার দুহাতের আঙুলে আঙুলের সান্নিধ্য।
রোদের ছবিতে সেই ছায়া। যেন নিবিড় অরণ্যে আমার হারিয়ে যাওয়ার মগ্নতার ছায়াছবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।