মুজিব নামে যে খোকাটি টুঙ্গিপাড়ায় জন্মে ছিল কিশোর বয়স থেকেই তার দেশপ্রেমটা মর্মে ছিল দেশকে ভালোবাসা তার সদাই সকল কর্মে ছিল মোদের হয়ে চাবুক সম পাক শাসকের চর্মে ছিল বৈষম্যহীন আচরণটা সদাই সকল ধর্মে ছিল অগ্নিবীণা কন্ঠে তার আর গীতাঞ্জলি মর্মে ছিল॥ বাংলাদেশের রাজনীতিতে মুজিব যখন যুক্ত হল স্বাধীনতার ভিত্তিটাও অনেক খানি পোক্ত হল অসংখ্য বার কারাবরণ এবং কারামুক্ত হল দেশদ্রোহের অভিযোগে মিছেই অভিযুক্ত হল বঙ্গবন্ধু উপাধিতে ভালবাসায় সিক্ত হল একাত্তরে তার নামেই বাংলাদেশটা মুক্ত হল॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।