আমাদের কথা খুঁজে নিন

   

ধন্য মুজিব, পণ্য মুজিব

পরীক্ষামূলক সম্প্রচার ... ... !!! নতুন যুগের ট্রেন্ড হইল আমরা সবাই মুজিব, আমাদের এই মুজিবের রাজত্বে। যার তর্জনী আছে আজকে সেই মুজিব হইতে চায়। কালো কোট আছে যার সেও মুজিব হইয়া যায়। অলিতে মুজিব, গলিতে মুজিব, পথে মুজিব, প্রান্তরে মুজিব। তারা কণ্ঠে মুজিব হইতে চায়, তারা ইশটাইলে মুজিব হইতে চায়, তারা নামে মুজিব হইতে চায়।

খালি মানুষ মুজিব হইতে কারো আগ্রহ নাই। মানুষ মুজিব হওয়া বড় রিস্কি বিজনেস। কখন পরাণ পাখি আকাশে উড়াল দিবে কোন ঠিক আছে? চব্বিশ ঘণ্টা পিঠের পেছনে বুলেট নিয়ে ঘোরার মতো 'বেয়াক্কেল' কয়জন হইতে চায়?? নিজের প্রতি না হোক, পরিবার পরিজনের জানের প্রতি তো মায়া থাকা লাগে, তাইনা??? তাই মুজিবরের মতো মানুষ হওয়ার চাইতে মুজিব মুজিব ভাবধরা অনেক সেইফ গেইম, লাভই লাভ, লসের রিস্ক নাই। ফেসবুকে লাইক পাওয়া যায়, মিডিয়ায় কাভারেজ পাওয়া যায়, ছোট-বড়র সালাম পাওয়া যায়, পল্টিক্সটা ভালমত করতে পারলে পাঁচ বছরওয়ারী এম্পিও হইয়া যাওয়া যায়। তারপরেও অনেকে গান গায় - 'যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

' এরাও কি 'বেয়াক্কেল' নাকি? পদ্মা তো মরে গেছে সেই কবে! মেঘনার মুখেও বাঁধ আসছে, মরতে লাগবে আর দশ-বিশ বছর। যমুনার যৌবন তো এখন গানের কলিতে পাওয়া যায়। তাই শেখ মুজিবের কীর্তিও আজকাল ম্লান হয়া যায়। মুছে যায় কীর্তি, টিকে থাকে নাম। সেই নাম নিয়ে চলে বেচাবিক্রি।

মুজিবরের এই বেচাকেনা সেই 'বেয়াক্কেল'রা দেখে, কেউ কেউ প্রতিবাদে লেখে, বাকিরা কান্দে। কিন্তু বাজারে বেচাকেনা কমেনা, বাড়ে। 'বেয়াক্কেল'দের লেখা আর কান্দাও এই বাজারে তাই 'অ্যাডভারটাইজমেন্ট' বিবেচনা পায়। বিক্রেতারা খুশি হয়, ক্রেতারাও বুঝে ভাল জিনিস কিনতেছে। তাই দুই হাজার তের সালে শেখ মুজিব একটি পণ্য।

তাকে নিয়ে বেচাকেনা চলে গুলিস্তানের ওই মোড়ে, ধানমন্ডির গলিতে কিংবা সারা বাংলার পথে প্রান্তরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.