আমাদের কথা খুঁজে নিন

   

মুজিব পরদেশি



'মন তোরে পারলাম না বোঝাইতে রে, তুই সে আমার মন' গানটি শোনেনি এমন সংগীতপ্রিয় লোক বাংলাদেশে কম। গানটির শিল্পী মুজিব পরদেশি। আশির দশকের শেষে এবং নব্বই দশকের প্রথম জুড়ে মুজিব পরদেশি আমাদের দেশের গ্রাম-গঞ্জের মানুষের প্রিয় শিল্পী ছিলেন। পরদেশি মূলত ছিলেন তবলা বাদক। এদেশে ক্যাসেট শিল্পের প্রভাবের শুরুতে তিনি ক্যাসেটের মাধ্যমে গায়ক হিসেবে আত্নপ্রকাশ করেন।

নিজের কথা ও সুরে গান গেয়ে তিনি নিজের একটা আসন গ্রাম-গঞ্জের মানুষের মনে করতে পেরেছিলেন। তার অনেক গান জনপ্রিয়তার শীর্ষে ছিল। তার মধ্যে কান্দিস না রে বিন্দিয়া, তোমাকে আমার মনে চায়, সাদা দিলে কাদা দিয়া গেলি, কলমে কি নাই কালি, লোকে বলে মন দিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। তখনকার ব্যবসাসফল ছবি 'বেদের মেয়ে জোছনা'তে মুজিব পরদেশি একটি গান গেয়েছিলেন, 'আমি বন্দী কারাগারে' শিরোনামে, তখন অত্যান্ত জনপ্রিয় হয়েছিল। দক্ষিণ বঙ্গের প্রখ্যাত কবিয়াল বিজয় সরকার এর গান নিয়ে মুজিব একটি এ্যালবাম করেছিলেন, 'যা বিজয় বিচ্ছেদ' নামে পাওয়া যায়।

মুজিব পরদেশির প্রতিটি গান তার নিজস্বতায় অনন্য এবং মৌলিক। ইদানিং দেখা যাচ্ছে অনেক তথাকথিত জনপ্রিয় শিল্পী এবং ব্যান্ড তার গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করছে। তার নামটি কোথাও দিচ্ছে না এমনকি কৃতজ্ঞতাটুকুও স্বীকার করছে না। সাধারণ মানুষের মনে স্থান নেয়া এই শিল্পী হয়তো অভিমানে দূরে সরে আছেন। আমি ব্যক্তিগত উদ্যোগে এই শিল্পীর গান সংগ্রহ করেছি এবং মুগ্ধ হয়েছি।

আমার মনে হয়েছে তার প্রকৃত মূল্যায়ন হওয়া দরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.