আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু শেখ মুজিব



মুজিব আমার হৃদয় জুড়ে মুজিব আমার চেতনা, মুজিব ছাড়া বাংলা আমার স্বাধীনতাই পেতনা। মুজিব আছে গর্বে ভরা সন্তানেরই পিতার মুখে মুজিব আছে স্বপ্নে ভরা অভিমানী প্রিয়ার চোখে। মুজিব আছে কৃষকেরই কষ্টে বোনা ধানের ক্ষেতে মুজিব আছে সোনার বাংলা গড়তে চাওয়ার প্রেরণাতে। মুজিব আছে অত্যাচারের প্রতিবাদের কণ্ঠস্বরে মুজিব আছে দঃুখের লাগি চোখে যখন অশ্রু ঝরে। মুজিব আছে রং তুলিতে চিত্রকরের ছোঁয়ার মাঝে মুজিব আছে কামার কুমার সূত্রধরের হাতের কাজে। মুজিব যেন শীতের দিনে গায়ে জড়ানো উষ্ম চাদর মুজিব যেন মায়ের হাতের স্পর্শে পাওয়া অনেক আদর। মুজিব আছে শহর গ্রামে বাংালদেশের সকল স্থানে মুজিব আছে থাকবে যেনো সারা জীবন সবার মনে। (যারা মুজিবকে পছন্দ করেননা এবং তঁরা নামে গল্প কবিতা লেখা পড়লে গা জ্বলে তাঁরা দয়া করে যাকে ভালো লাগে তাঁকে নিয়ে গল্প কবিতা লিখুন আমাকে গালা গালী না করে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.