আমি অতি সাধারণ একজন,আমার চিন্তা আমার স্বপ্ন সহজ সরল শান্ত শহরে…………… শান্ত শহরে লাউয়ারিশ কুকুরগুলোর বিবর্ণ চিৎকার , শান্ত সুখের দেশে কুকুর গুলোর ঘেউ ঘেউ কাড়াকাড়ি সমাচার নিশ্চুপ সয়ে যাচ্ছে মানবসমাজ ৷ এদের কাড়াকাড়ি মারামারি ভাগবাটোরায় আশান্ত আজ মাটির মানুষ ৷ হিংস্র থাবায় আক্রান্ত পথচারি মনিব লুকিয়ে হাসে দাত বিজলিয়ে হাসি হাসবেনা কেন মনিব দানবের সৃষ্টিকারি ৷ কি সব লিখি আর কি সব বলি ক্ষুধার্ত হায়ানাগুলোর মুখ হতে লালা ঝড়ছে সাবধান ………………………. পথের ধারে পড়ে থাকা পাথর বালি কাঠ হারাম মাংসের ভাগ নিয়ে চলে তুমুল যুদ্ধ কিছুক্ষণ পর শান্ত চারিপাশ শুধু রক্তাত্ব লাশ ছি ছি ছি ধিক্কার সোনার সমাজ ৷ এখনও আসেনী আইনের লোক তাই ভিড় করে আছে কিছু অবলা জীব লাশের উপড় কীটপতঙ্গের রাজত্ব কায়েম , হায়রে তোর দূভাগ্যে………. নাম শুনলে কাঁপত আশপাশের অবলা জীব ৷ এরা স্বপ্ন সোনার বাংলায় দানব তাড়িয়ে দাও জাগরত সমাজ এখনও ঘুম ভাঙ্গেনি বাংলার কত দুঃখিনী মায়ের বুক খালি হলে জেগে উঠবে জাগরত সমাজ ৷ কত বাবা আর ভাসির্টি পড়ুয়া ছেলের তরতাজা লাশ কাধেঁ কাঁদবে জেগে উঠো জেগে উঠো বাংলা মায়ের দামাল ছেলের দল ভেঙ্গে দাও ভেঙ্গে দানবের মঞ্চ, রচিত হোক মনবতার মুক্তি ৷- আব্দুশ শহিদ লিডিং ইউনিভার্সিটি,সিলেট ৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।