আমাদের কথা খুঁজে নিন

   

শান্ত প্রকৃতি

আমি কেমন করে খুঁজি তারে কোথায় তারে পাই, ভালবাসার ছোয়া দিয়ে পালিয়ে বেড়ায়, দিবা নিশি পার হয়ে যায় চেয়ে পথের পানে, জানিনা ভাই জানিনা আজ কি আছে তার মনে, তোমরা যদি দেখ তারে বলো আমার কথা, আর কখনো দেয় না যেন আমার মনে ব্যথা। ।

বাংলাদেশের বড় নদী গুলোর মধ্যে অন্যতম নদী পদ্মা। আর এই পদ্মার তীরে আমার বাড়ী। বাড়ী থেকে ১০ মিনিট হাঁটলেই পদ্মার তীরে যােয়া যায়।

সেখানে গেলে মনটা প্রশান্তিতে ভরে যায়। নদীর তীরে সবুজের ক্ষেত কুলকুলে রবে বয়ে চলেছে পদ্মার স্রোত। সব মিলে এক শান্ত প্রকৃতির নিরব লীলা। দেখলেই চোখ জুড়িয়ে যায়। এমন জায়গা গেলে যে কারো মন নিমিশেই ভাল হয়ে যাবে।

যদি কখনো কারো মন খারাপ হয় কোন শান্ত প্রকৃতির নিকট চলে যাবেন মনটা ভাল হয়ে যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।