দ্রোহের আগুনে উঠুক জ্বলে
তোর বাড়ির ওই রাস্তাটাতে
যাই না আমি আর
এইটুকু পথ আজ মনে হয়
সপ্ত পারাবার ।
তোর সাথে যে রাস্তাগুলো
খুব ঘুরেছি তখন
মুহুর্তটা যাই যে ছুঁয়ে
পেরোই সেসব যখন ।
অথবা সেই সন্ধ্যা রঙ্গীন
সোনারোদেই লাল
তোরই কথা ভাবছি মনে
এইতো গতকাল ।
ভাবতে ভাবতে সন্ধ্যা যখন
ঘনায় আঁধার রাতে
চাঁদটা ধীরে যায় হারিয়ে
তারার সাথে সাথে ।
যখন আকাশ বিষন একা
মন খারাপে সাজে
সবটা জুড়ে সেই সে বীনা
করুন সূরে বাজে।
যখন পাহাড় মেঘকে ছুঁয়ে
শান্ত বিষন্নতা
মেঘের কানে চুপিচুপি
গোপন হরেক কথা।
তোকেই ভাবি সেই সে বেলা
তোকেই ভালবাসি
তোকে নিয়েই বাঁধি বুকে
আঁধার রাশি রাশি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।