আমাদের কথা খুঁজে নিন

   

শান্ত অশ্রু

জনসমুদ্রে হারিয়ে যেতে চাই।

অশ্রু ,শান্ত জলকণা, জানি না এর অর্থ যার উৎস এক অপার্থিব বেদনা হৃদয়ে বাধে বাসা ,নয়নে তার প্রকাশ শরতের উতফুল্ল মাঠ দেখে মনে হয় ফেলে আসা দিন গুলো আর নেই। দূরদূরান্তের জাহাজের পালে গতিসঞ্চারী সতেজ হাওয়ার মত প্রিয়হারানোর বেদনায় ভরা প্রাণসংহারী উদ্দাম ঝড়ের মত সেই উদ্দাম, সতেজ ,প্রাণোজ্জ্বল হয়ত কিছুটা দঃখী দিন গুলো আর নেই। গ্রীষ্মের অন্ধকার ভোরের মত দুঃখী,কিছুটা অদ্ভুত আধজাগা পাখির কলকাকলি আমার মৃতপ্রায় কানে আর অর্ধনিমীলিত চোখে জানালার একফালি আলো ম্লান থেকে ম্লানতর । এত বিস্ময় ,এত বেদনা দিন গুলো বুঝি আর ফিরে এলো না। এ যেন মৃত্যুর পর মনে করা প্রিয় চুম্বনের মত , অন্তহীন আকুলতায় প্রিয়ার অধরে একে দেয়া ভালোবাসার ছবির মত প্রথম প্রেমের মত গভীর,পুঞ্জীভূত বেদনার মত বন্য সেই দিন গুলো আর নেই। এখন জীবনে শুধুই মৃত্যুর গন্ধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।