আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস কোটায় কেন পূরণ হচ্ছে না পদ? দেশে এসিল্যান্ড পদ খালি ৫৪ভাগ। খালি ২৬১টি পদ!

আজকের একটি জাতীয় দৈনিকে দেখলাম, সাতক্ষীরা জেলায় ৭টি উপজেলার মাঠ পর্যায়ের ভূমি প্রশাসন দেখার জন্য প্রতি উপজেলায় ১জন করে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড থাকার কথা থাকলেও মাত্র ১টি উপজেলায় (সদর) এসি ল্যান্ড আছেন। বাকিগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কাজটি চালিয়ে যাচ্ছেন কোনো রকমে। এতে তার বাড়তি আয় কি হচ্ছে না? এমনকি একজন বেকারের সৃষ্টি হচ্ছে। শুধু সাতক্ষীরা নয়, সারা দেশেই ভূমি প্রশাসনের এই চিত্র। বর্তমানে এসি ল্যান্ডের ৪৮৩টি মঞ্জুরীকৃত পদের মধ্যে কর্মরত আছেন ২২২টিতে।

বাকি ২৬১টি অর্থাৎ ৫৪ শতাংশ পদই শূন্য। এসি ল্যান্ডরা ভূমি মন্ত্রণালয়ের কাজ করলেও তাঁরা সবাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের অধীনে তাঁদের পদায়ন দেওয়া হয়। বর্তমানে ঢাকা বিভাগে এসি ল্যান্ডের ১৩৩টি পদের মধ্যে ৬৫টি পদ শূন্য। চট্টগ্রাম বিভাগে ৮৭টির মধ্যে শূন্য ৪৫টি।

খুলনা বিভাগে ৬০টির মধ্যে ৩৭টি, রাজশাহীতে ৬৭টির মধ্যে ৩২টি, রংপুরে ৫৮টির মধ্যে ৩৪টি, বরিশালে ৪০টির মধ্যে ২৮টি এবং সিলেট বিভাগে ৩৮টির মধ্যে ২০টি পদ শূন্য। এসি ল্যান্ড কার্যালয়ের মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায়, জমির নামজারি, সরকারি জমি সংরক্ষণ, খাসজমি বন্দোবস্ত ও বিতরণ, কৃষি ও অকৃষি খাসজমি বিতরণ, রেকর্ড সংরক্ষণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে। কিন্তু পর্যাপ্ত কর্মকর্তার অভাবে আশানুরূপ কাজ হচ্ছে না। ভূমি নিয়ে দেশে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। গত ১০-১২ জুলাই অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকেরা সবচেয়ে বেশি সমস্যার কথা বলেছিলেন এই ভূমি নিয়ে।

তাঁরা ৭৮টি সমস্যার কথা বলে এর সমাধান চান সরকারের কাছে। এ অবস্থায় ৫৪ শতাংশ এসি ল্যান্ডের পদ শূন্য রেখে এসব সমস্যা কীভাবে সমাধান হবে সেটাই প্রশ্ন। এভাবে এসিল্যান্ডের পদ খালি রেখে দেশে কতগুলো বেকার যুবককে ফেলে রাখা হয়েছে। অথচ কোটার যন্ত্রনায় আজ মেধাবীরা অতিষ্ঠ। এ ব্যাপারে কি কিছুই করার নেই????????????????????????? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.