আমাদের কথা খুঁজে নিন

   

আবারও ভ্রান্ত সাধু বেশ ধারি লোভী ক্ষমতাধর সাবধান

************************* সাধু সাবধান **************** আল্লাহর নিকট প্রত্যক টা দিনই তার রহমতের এবং দিনের প্রত্যক টা নেক কাজের জন্য রয়েছে মুসলিম জাতীর জন্য দুনিয়া ও আখেরাতে মুক্তি । আর প্রত্যকটা ভাল কাজই ইসলামের মহান আদর্শ । এজন্য দয়াল নুর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম এর অমিয় মধুময় বানীর কোন বিকল্প নাই । রাজনীতি ধর্ম নয় । বরং যুগে যুগে আল্লাহ পাক ইসলামের মহান আদর্শ শিক্ষা দেয়ার জন্য মানব জাতীর নিকট আসমানি কিতাব সহ সত্য হেদায়েত এর প্রতিনিধি বা নবী রাছুল , অলি আউলিয়া গণকে প্রেরন করেছেন ।

সমাজ ও রাস্ট গঠন এবং মানব জীবনের চালিকা হিসাবে ঐ সব প্রতিনিধি বা আল্লাহর বন্ধুদের সুসম্পর্ক মানব জাতীর জন্য হেদায়েত ও রহমত । আমাদের কে আল্লাহ রাছুল এবং সমাজ এর দিক নির্দেশ পাইতে হলে অবশ্যই কোরআন যার যার নিজ ভাষায় সহজ ভাবে বুঝা অতিব জরুরী । আর রাজনিতি কথাটির অর্থ রাজার ন্যায় যার নীতি । কে রাজা যারা জনগণের সেবার ব্রত লয়ে জনগণের শান্তি সেবা , মুক্তি ও উন্নয়নে কাজ করে জনগণের মন জয় করে একটি রাজ্য বা ভূখণ্ড শাসন করে সেই রাজা । আর রাজনীতি করে কারা ? যারা জনগণের ভাগ্য উন্নয়ন এবং তাদের অধিকার আদায় করার মানসে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে তারাই রাজনীতি বিদ ।

এ সম্পর্কে ইসলামের উজ্জ্বল আদর্শ নবীজী বলেন যারা সত্য প্রজা পালক এবং নির্লোভ ন্যায় বিচারক তারা নিশ্চই আমার সাথে বেহেস্তি । সুতরাং অসৎ উদ্দেশ্য লোভী রাজনৈতিক যারা , তারা কখনো ইসলামের বা আল্লাহর রহমত লাভ করতে পারেনা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.