যুদ্ধাপরাধীদের বিচার চাই
কমলাপুরে মা বিলাসী ও মেয়ে রজনি (৮) গুরুতর অগ্নিদগ্ধ। আরেক শিশু সন্তান রায়হানের (৪) মৃত্যু হয়েছে। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আছেন। এদের মধ্যে মা বিলাসীর ৬৫ শতাংশ এবং রজনির শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকাজনক।
ঘটনার কারণ মহিলা তার স্বামীর ২য় বিয়ে মেনে নিতে পারেন নি। তার স্বামী রাজিব গত ১৮ জুলাই আফরিন নামে এক মহিলাকে বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এটিএন নিউজ বলছে মহিলা নিজেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বিডি নিউজ বলছে তাদের হত্যাচেষ্টা করা হয়েছে।
ঘটনা নতুন কিছু নয়। বহুবিবাহ সংক্রান্ত কারণে এরকম ঘটনা প্রায়ই ঘটছে। আমাদের মানসিকতা বহুবিবাহের অনূকুল না। প্রাচীন আরব্য এই রীতিতে কখনোই আমরা অভ্যস্থ হতে পারব না।
তাই এবার আইন করে বহুবিবাহ নিষিদ্ধ করার দাবি জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।