তোমাদেরই মতন....... নীল আকাশে উড়ি........... ওড়াই স্বপ্নঘুড়ি পুনরাবৃত্তি------------ কিছু মুখ্স্হ শব্দ এবং নারীর মতো চিরাচরিত শুভ্র বক্ষ, কৃষ্ণদন্ডের উপর ভর করে সম্ভাব্যতার সূত্র মেনে, বয়ে চলে নির্লজ্জ স্রোতধারার মতো, একই উপাদানে গঠিত পুরানো কথন, বেজে ওঠে বারবার করুণ অথবা মোহিত সুরে । ব্যর্থতা অথবা অব্যর্থতার খেলায় উদ্দীপিত জলরাশি, কিংবা বর্ণমালার ক্রমাগত আস্ফলন, চলমান রয় মিছে অজানা গন্তব্যের পানে, একই চোখে গঠিত পুরোনো দৃষ্টি, চেয়ে রয় দিবানিশি চাতক তৃষ্ণা নিয়ে । কেউ কি জানে কেন এই পুনরাবৃত্তি অথবা বৈচিত্র্য, দেহের টানে ধেয়ে যায় দেহ চর্ব্য- চুষ্য-লেহ্য, অবিরত চলে তৃষ্ণাপূরণের সর্ব্বোচ্চ চেষ্টা, একই কামনায় রচিত পুরোনো স্বপন, রঙিন হয় অহর্নিশ পুনরাবৃত্তির ছলে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।