অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই
পরপর দুই দফা রাষ্ট্রপতি পদে থেকে রাষ্ট্র পরিচালনা'র পর ইরানে'র মাহমুদ আহমেদিনেজাদ আবার সাদামাটা জীবনে ফিরে গেছেন। তিনি ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পুনরায় শুরু করেছেন।
নতুন রাষ্ট্রপতি'র কাছে ক্ষমতা হস্তান্তরের পর থেকেই আহমেদিনেজাদ পাবলিক বাসে করে ইউনিভার্সিটি আসা যাওয়া করছেন।
কয়েকদিন আগে পাবলিক বাসে আর দশজনের মত যাতায়াত করার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সদ্য বিদায়ী প্রেসিডেন্টের এমন সাধারন মানসিকতা সবার কাছে প্রশংসিত হয়।
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক আহমেদিনেজাদ আগে থেকেই তার সাদাসিধা লাইফস্টাইলের জন্য প্রশংসিত। বর্তমানে তার পাবলিক বাসে করে বিশ্ববিদ্যালয়ের আসা-যাওয়ার ছবিও ব্যাপক প্রশংসিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের যোগদানের দিন তিনি বলেন, 'ঘরে ফিরে আসার মত আনন্দিত আমি'!
বিশ্ববিদ্যালয়ের যোগদানের প্রথম দিন বেচারা লিফটে আরো ৩ জনের সাথে কিছু সময়ের জন্য আটকে যায়।
------------------
ব্যাক্তিগতভাবে আমার কিছু ইরানী সহপাঠি যারা প্রচন্ড আহমেদিনেজাদ বিরোধী, তাদেরকেও দেখেছি আহমেদিনেজাদের সততা ও সরল জীবন যাপনের কথা স্বীকার করে এবং ইরানী হিসেবে সুক্ষ্ন গর্বও বোধ করে।
তখন আমার মনে হয়, একদিন আমরাও.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।