.........।
১১ অগাষ্ট ।
স্কাই রেস্টুরেন্ট,হোটেল গিভেন্সী,ফার্মগেট।
গত বছরের মত এবারও
অনুষ্ঠিত হয়ে গেছে-“আমরা বেয়াকে নোয়াখাইল্লা (The United States of Noakhali)” Team USN এর বাৎসরিক ইফতার ও গেট-টুগেদার ইভেন্ট ।
সাথে ছিলো পথশিশুদের ঈদের পোশাক বিতরনের মত উৎসব।
এবং দরিদ্র রোজাদারদের সাথে ইফতারের সৌহার্দপূর্ণ পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় অনেক সদস্য। প্রবাসী সদস্যরাও কিন্তু ভিন্ন আঙ্গিকে সাথে ছিলেন।
এবারের ইফতার ও গেট-টুগেদার ইভেন্টের কিছু ছবি শেয়ার করলাম আপনাদের জন্য।
ছবিগুলোর কপিরাইট “আমরা বেয়াকে নোয়াখাইল্লা (The United States of Noakhali)” Team USN এর।
যাদের খুশী সবচাইতে বেশী আনন্দ দিয়েছিলোঃ
কত টুকুই আর পারলাম?
হয়তো আশা ছিলো অনেক
এক টুকরো কাপড়ই চায় শুধু।
বৃদ্ধার খুশী মুখ।
গিফট বক্স।
কাকে রেখে কাকে দেবো।
উপহারের স্তূপ।
ইফতার রেডী।
মেনু
কাজের শেষে আড্ডায় ক’জন।
ইস্ যদি আরো বেশী আয়োজনের সাধ্য থাকতো।
ঈদ মানে নতুন কাপড়।
একটু খুশীর জন্য কতনা চেষ্টা।
খুশীর ঝিলিক চোখে।
কি মজা।
আরেকটি পথশিশু।
ছিলেন এমন অনেক বৃদ্ধা ।
ওদের খুশীই ছিলো বেশী।
সদস্যদের অংশগ্রহন ছিলো ব্যাপক
ফাহাদ ও তামিম ভাই।
আসিফ এবং শুভ ভাই।
আয়োজনে ব্যস্ত কয়েক জন
একটু ঠান্ডা কোক
সুখের হাসি
পরিসমাপ্তির পর আড্ডা
প্রবাসীরাও ছিলেন বিশেষ কায়দায়
কেমন চেনা চেনা লাগে ।
আরো ছবি দেখতে
ক্লিক করুন
আমাদের এই গ্রুপের এই ছোট ছোট প্রয়াস চলবে আগামী দিন গুলোতে।
সদস্যদের আন্তরিকতা খুবই সিরিয়াস।
বড় কিছু করা হয়তো বেশী দুরে নয়। সামুতে নোয়াখালীর অনেক ব্লগার রয়েছে। এর মধ্যে অনেক ব্লগার তো রীতিমত খুবই জনপ্রিয় এবং মেধাবী।
আসুন “আমরা বেয়াকে নোয়াখাইল্লা”
ফেসবুক গ্রুপে জয়েন করি। গ্রুপকে সমৃদ্ধ করি।
এবং গ্রুপে একটিভ থাকি।
এই পোষ্টের জন্য সামুর একজন জনপ্রিয় ব্লগার আমাকে সিরিয়াসলি ইনসিষ্ট করেছেন( বুইজা নিয়েন বড্ডা ভাই ) । তা না হলে নবীন ব্লগার হিসেবে আমি এ পোষ্ট দেবার আইডিয়া হয়তো পেতাম না, মানে কিনা মক্কা না যাইয়াও যে হজ্বের সওয়াব পাওয়া যায় তার ফিকির তিনি শিখাইয়া দিলেন-তাও আবার পুরা ফ্রি। ভাই জানরে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।