আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঁ আছে.........দেখবা তুমি?

বুকের ভেতর বহুদূরের পথ.........

আমার ভাতিজী, পড়ে ভিকারুন্নেসা নুন স্কুলে। ওর যখন ৪/৫ বছর বয়স তখনকার কথা। আমি তখন ওদের বাসায় থাকতাম। ঢাকায় তখন মাত্র এসেছি, সারাদিন চাকরির এপ্লিকেশন করি, বিকেলে টিউশনি, রাতে এমবিএর ক্লাস। তো আমার সেই ভাতিজী টিভিতে ভাল (তার কাছে) কোন হিন্দি গান দেখালে গানের সাথে সাথে শরীর দুলিয়ে নাচতো।

সবাই খুব মজা পেত, উৎসাহ দিতো। উৎসাহ পেয়ে সে আরো বেশী করে নাচতো। আমি একদিন জিজ্ঞেস করলাম, "তুই যে এই রকম কইরা নাচস তর লজ্জ্জা শরম নাই?" 'লজ্জ্জা শরম নাই' শুনে সে বেশ আহত হয়েছে মনে হলো। সে আমার দিকে চোখ পাকিয়ে উত্তর দিলো হ্যাঁ আছে.........দেখবা তুমি? বলতে না বলতেই পরনের প‌্যান্ট হাঁটুর নীচে নামিয়ে দিল। আমি তখন অধিক পাথর, পারলে জানালা দিয়ে পালাই।

..............জীবনের সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা। ভাগ্যিস আশেপাশে আর কেউ ছিলোনা! এরপর থেকে পিচ্চি পোলাপানের কাছে লজ্জা শরম নিয়ে কোন কথা বলিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.