যশোরে খুব বৃষ্টি হচ্ছে। বেলা ১২টার পর থেকে ঘণ্টাখানেক মুষলধারে, পরে টিপটিপ। কিন্তু এ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমেছে ছেলেমেয়েরা। বৃষ্টিকে ভেজার অসামান্য আনন্দে নয়। তারা আন্দোলন সংগ্রাম করছে।
কাকভেজা হয়ে তারা সরকারের নবসিদ্ধান্তের প্রতি তাদের বেদনার কথা বলছে। জানাতে চাইছে, মেডিকেলে ভর্তির বিষয়ে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে-তা যুক্তিমঙ্গত নয়। আমরাও বলছি, তাদের দাবি যথার্থ। কর্তাব্যক্তিদের জানায়, আপনারা তাদের রাষ্ট্রের সুযোগ পাওয়ার ব্যবস্থা করুন। তারা ভর্তিযুদ্ধে লড়াই করুক, তারপর জেতা না জেতার পালা।
তাদের প্রাণের দাবি মেনে নেয়া হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।