আমাদের কথা খুঁজে নিন

   

আমার দাবি ভালো ফসল, ফসলের দাবি ক্ষেতের যত্ন

করণিক: আখতার২৩৯

দাবির দাবি দাবির পাওনা দাবি না-মিটিয়ে প্রকাশ্য কিম্বা গোপন আকাঙ্ক্ষা নিয়ে যখন পেশ করা হয় কোনো দাবি দাবিরও দাবি থাকতে পারে তা’ যদি না-ভাবি! ঐ দাবিটাই বাদী হয়ে দাঁড়ায়,-যেন অভিযোক্তা ফরিয়াদি... শূন্যের চে’ বেশি কী-ইবা ছিল!-যা’ নিয়ে এসেছি এখানে? -দান-দক্ষিণা-মজুরি যত নিজের দিকে টেনে টেনে লুটেছি অনেক বেশি ধন-মান-উপনাম নিজের কৌশলের গুণে ভদ্র সকল যোগ্য গুণবানদের চে’অদক্ষরাই অনেক বেশি পাই নিঃসন্দেহে বেশি পাই বহুগুণে তাদের চে’... যারা বাস্তব কিছু দেয় যৎসামান্য বিনিময় পেয়ে ॥ তবুও গোপনে ঝুলি মেলে ধ’রে চাই আরো চাই অতিরিক্ত চাই.. লোলুপ গ্রহণেচ্ছুরা আত্মসম্মান আর লজ্জাবোধ বিসর্জনের চে’ এখানে দশের কল্যাণে তেমন কী-ইবা দিয়েছি যে, নির্লজ্জ করুণাজীবী লুটেরা এই আমি হবো দাবিদার! দেশের মঙ্গল চাওয়ার বাহানার মাধ্যমে সেজেছি স্বদেশি... বিনিময় পদ্ধতিতে অবিশ্বাসী যেকোনো ভিখারির মতো আমার কাঙ্গালিপনা আজও জাগ্রত যা’ ছিল জন্মগত...... রঙ্গপুর -১০/০৭/২০০৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.