আমাদের কথা খুঁজে নিন

   

নতুন নিয়মে মেডিকেল-এ ভর্তি : ভালো উদ্যোগ তবে ...

কেবলি মেঘ জমে স্মৃতির মত, কেবলি স্মৃতি জমে মেঘের মত ... এখন বেশি ভাগ ছেলে মেয়ের SSC এবং HSC পড়াশুনা করার ট্রেন্ড তা হলো তারা ২ বছর তেমন কিছু না করে ঘুরে বেড়াবে আর HSC পরীক্ষার পর নাক মুখ বুজে পড়াশুনা করবে । এটা অবশ্যই পড়াটা ভেতরে ঢুকে না, কোনমতে ৩ টা মাস মনে রেখে উগলে দেয়া হয় । কিন্তু এই নতুন নিয়ম এর ফলে বেশিরভাগ শিক্ষার্থীরা শুধূ ৩ টা মাস না পরে পুরা ২ টা বছর-ই পড়বে । যারা GPA GPA করে মাথা খারাপ করে ফেলছেন তাদের বলি এখনে আসলে GPA দেখা হবে না, দেখা হবে তার মার্কস । বোর্ড বৃত্তি দেয়া হয়-ও এই মার্ক এর ভিত্তি তে ।

আমার মনে আসে আমি গোল্ডেন পেয়েও talentpul এ বৃত্তি পাইনি কিন্তু আমার বন্ধু গোল্ডেন না পেয়েও talentpul এ বৃত্তি পেয়েছিল । তাই এখানে আসলে কত হাজার গোল্ডেন কত হাজার A+ এটা বলে লাভ নাই । তবে এখানে ১ টা কথা আছে, এটা অবশ্যই এই বছর থেকে শুরু করা উচিত না, এমনকি পরের বছর থেকেও না, যদি শুরু করতে হয় তাইলে তার পরের বছর থেকে শুরু করা উচিত। শিক্ষার্থী দের তো এই নতুন সিস্টেম এর সাথে তাল মিলানোর সময় দিতে হবে, এতদিন ধরে চলা একটা সিস্টেম তো আর হুট করে chenge করা যায় না । আমি মনে করি অন্তত ২ বছর সময় দেয়া উচিত, এটা ছেলেমেয়েরাও সেভাবে preparetion নিতে পারবে।

পাশাপাশি SSC HSC এর মান টাও বাড়ানো উচিত। সবচে ভালো হত যদি ঘোষণাটা এখন দিত আর বলত আর ২ বছর পর থেকে এটা কার্যকরী হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.