লেম্পপোষ্ট এর বাতি নিভে দিয়ে, জ্বালাতে পারি কৃষ্ণচূড়ায় আগুন আমার বয়স ৩০ বছর। আজ পর্যন্ত কেউ কনদিন নিয়ম ভাঙ্গার অভিযোগ করেনি। । তাও এক আধটু বাংলাদেশে যা ভেঙ্গেছি গত ৩ বছর ইউরোপ এ থাকার সুবাদে তাও হয়না, তা কথায় কিংবা কাজে।
সামুর জন্য তাও অপবাদ তা নিতে হল আমাকে।
। আমার কমেন্ট ব্যান করার পিছনে নিশ্চয় তাদের কোন কারন আছে। আমি নিশ্চয় কোথাও কিছু বলেছি। ।
সেটা হচ্ছে
dear blogger,
your Comment Ban access has been temporarily banned for 1 days due to violation of the blog rules. the blog rule attached and pasted,
3d. any fictitious post that is presented in a form of news that may unrest the community.
৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
আমার ব্লগ তা ঘুরে আসুন, দেখুন আমার কোন পোস্টে এই ধারা মিলে কিনা। ।
আমি দুঃখিত। অনেক মহা জ্ঞানী গুণী জন সামু এবং সামু পক্ষ। ।
আমার মত একটা ছাপোষা ব্লগে থাকলে কি আর না থাকলে কি।
সামুর অনেক আচরণ আগে কাহ্রাপ লাগত। কমেন্ট করতে পারতাম না বলে লিখতাম না। । আজ আমার সাথে হল।
। ল্যাব এ কাজ করতাম আর ফাকে ফাকে এসে দেখতাম আপানরা কি করেন। । বাহিরে একা থাকি। ।
আপানরাই পরিবারের মত। আনন্দ, ঝগড়া আপানদের সাথে......। ।
বিদায় নিচ্ছি। ।
ঢাকাই আসলে কোন না কোন প্রোগ্রামে আপানাদের সাথে দেখা হবে। কিন্তু সামু তে আর না। । আমাকে সেফ করলেও আমি আর সামু তে লিখবনা ১ লাইন ও...। ।
ভাল থাকবেন সবাই...। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।