আমাদের কথা খুঁজে নিন

   

সবিনয় জিজ্ঞাসা আমার কমেন্ট ব্যান কেন। বিদায় নিচ্ছি।।

লেম্পপোষ্ট এর বাতি নিভে দিয়ে, জ্বালাতে পারি কৃষ্ণচূড়ায় আগুন আমার বয়স ৩০ বছর। আজ পর্যন্ত কেউ কনদিন নিয়ম ভাঙ্গার অভিযোগ করেনি। । তাও এক আধটু বাংলাদেশে যা ভেঙ্গেছি গত ৩ বছর ইউরোপ এ থাকার সুবাদে তাও হয়না, তা কথায় কিংবা কাজে। সামুর জন্য তাও অপবাদ তা নিতে হল আমাকে।

। আমার কমেন্ট ব্যান করার পিছনে নিশ্চয় তাদের কোন কারন আছে। আমি নিশ্চয় কোথাও কিছু বলেছি। । সেটা হচ্ছে dear blogger, your Comment Ban access has been temporarily banned for 1 days due to violation of the blog rules. the blog rule attached and pasted, 3d. any fictitious post that is presented in a form of news that may unrest the community. ৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।

আমার ব্লগ তা ঘুরে আসুন, দেখুন আমার কোন পোস্টে এই ধারা মিলে কিনা। । আমি দুঃখিত। অনেক মহা জ্ঞানী গুণী জন সামু এবং সামু পক্ষ। ।

আমার মত একটা ছাপোষা ব্লগে থাকলে কি আর না থাকলে কি। সামুর অনেক আচরণ আগে কাহ্রাপ লাগত। কমেন্ট করতে পারতাম না বলে লিখতাম না। । আজ আমার সাথে হল।

। ল্যাব এ কাজ করতাম আর ফাকে ফাকে এসে দেখতাম আপানরা কি করেন। । বাহিরে একা থাকি। ।

আপানরাই পরিবারের মত। আনন্দ, ঝগড়া আপানদের সাথে......। । বিদায় নিচ্ছি। ।

ঢাকাই আসলে কোন না কোন প্রোগ্রামে আপানাদের সাথে দেখা হবে। কিন্তু সামু তে আর না। । আমাকে সেফ করলেও আমি আর সামু তে লিখবনা ১ লাইন ও...। ।

ভাল থাকবেন সবাই...। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.