আমাদের কথা খুঁজে নিন

   

সামুর মডারেটরদের সমীপে----দয়া করে সবিনয় দৃষ্টি দিন !!!! (রি-পোষ্ট)

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!! সামু এদেশের বাংলা ব্লগ ও বাংলা ডিজিটাল মিডিয়ার পথপ্রদর্শক। একই সাথে সবচেয়ে বড় বাংলা ব্লগ প্লাটফর্ম। সামু কে যেদিন থেকে চিনেছি সেদিন থেকেই ভালোবাসতে শুরু করেছি। তাইতো, রেজিষ্ট্রেশনের পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সেফ না হয়েও ধৈর্্য্য ধরে অপেক্ষা করেছি। অতঃপর যখন সেফ হয়েছি তখন আবিস্কার করেছি যে ব্লগ ব্লগ লেখাটা অনেক কঠিন, যা ইচ্ছা তা লিখে অন্যদের কে কষ্ট দেয়া বা বিরক্ত করা কখনই ভালো না।

অনেক চেষ্টা করেও একটা ভালো ব্লগ লিখতে পারিনি বলে এখনো আক্ষেপ এই মনে। জানিনা পারবো কিনা এ জীবনে। তবে নিজে না লিখতে পারলেও এই ব্লগে অনেক উচু মানের ব্লগার আছেন যাদের লেখা, চিন্তা চেতনার ছোয়ায় এই ব্লগটি হয়ে উঠেছিলো অপ্রতিদ্বন্দি, তাদের ব্লগে অবগাহনের স্বাদ আর কোথাও কোন ব্লগে পাইনি। কিন্তু ইদানিং আমাদের এই সামুতে একটা ভাইরাসের আক্রমন পরিলক্ষিত হচ্ছে। ইদানিং ব্লগার নামধারী একটা গোষ্ঠি মাল্টিনিক নিয়ে প্রতিটি মুহুর্তে নানা মিথ্যা কাহিনী, বিভিন্ন ঘটনার মন গড়া বিশ্লেষন করে বিভিন্ন, উষ্কানিমুলক কথা বার্তা বলে/ লিখে, সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করার চেষ্টা করে ব্লগে, মিডিয়াতে সর্বপরি দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে বিশেষ স্বার্থ সুবিধা হাতিয়ে নেয়ার চেষ্টায় লিপ্ত আছে।

জানি সামুর প্লাটফর্ম সবার জন্য স্বাধীন মত প্রকাশের ক্ষেত্র। কিন্তু স্বাধীনতার সংজ্ঞাকে কি নতুন করে শিখতে হবে, যখন দেখি যা ইচ্ছা তাই লিখেও কোন জবাবদিহিতা বা বাধার সম্মুখীন হচ্ছে না কোন নিয়ম লঙ্ঘন কারী। এরা কোন গঠন্মূলক আলোচনায় উৎসাহী নয়। এরা উষ্কানি দিয়ে গালা গালি দিয়ে, নোংরা কথা দিয়ে সামুর প্লাটফর্মটাকে একটা কলঙ্কিত জায়গায় নিয়ে যেতে চাইছে। যাতে মানুষ সামু থেকে মুখ ফিরিয়ে নেয়।

এরা এতটাই হীন মন্যতায় ভুগতেছে যে এরা নিজেদের বুদ্ধি-বিবেকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এরা মনে হয় মানষিক ভাবে অসুস্থ, এদের কার্যকলাপে মনে হয় এরা একটা বিশাল পরিকল্পনা নিয়ে নেমেছে। এগুলো এই যুগের রাজাকার। এদের অনেকে ধর্মকে পুজি করে অনেক পষ্ট দিয়ে মানুষের কাছে নিজেকে সৎ ও ধার্মিক হিষেবে উপস্থাপন করে, আবার অশ্লীল ভাষায় গালি গালজেও পিছ পা হয় নয়া। এরাই ইসলামের আসল শত্রু।

এরাই মানুষের আসল শত্রু। এরা সামুর শত্রু। সামুতে দ্বন্দ সৃষ্টি করে এরা সামুর মান কে নীচে নামিয়ে আনতে চাচ্ছে। সামু বাংলাকে অনেক উপরে নিয়ে গেছে। অবশ্যই আমার বিশ্বাস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সামুর এগিয়ে চলার প্রেরনা।

সামু একটা স্বাধীন প্লাটফর্ম, তাই বলে সামুকে কিছু নগ্ন মাতাল তাদের বিকৃত মস্তিস্কজাত নোংরামীর ক্ষেত্র বানাবে তা সামুকে মনে প্রানে ভালোবাসা কোন ব্লগার ই চাইনা। সামুর প্রশাসন হিসেবে সামুকে এমন ভাইরাসে আক্রান্ত দেখতে মডারেটরবৃন্দ আপনারাও কখনো চাইবেন বলে বিশ্বাস করার মত কোন সুস্থ ব্লগার ও খুজে পাওয়া যাবেনা। তবে কেন এখনো নীরব আছেন ?? কেন এখন ই ব্যবস্থা নিচ্ছেন না। যুদ্ধপরাধীদের ছাড়া যেমন বাংলাদেশ এগিয়ে যেতে পারবে বরং আরো ভালো ভাবে পারবে। তেমনি সেই বিকৃত মস্তিষ্কের ব্লগার ছাড়াও সামু আরো প্রানবন্ত হবে, আরো সুন্দর হবে।

বিশ্বাস করি, সামুর আন্তর্জাতিক মান রক্ষা করতে, সামুকে বাচাতে এর বিকল্প কোন চিন্তা করার সুযোগ নেই। একটু চিন্তা করুন। সুস্থ, বিবেকবান, রুচিবান ব্লগার ধরে রাখতে, এদের লেখাকে নিয়মিত সামুর বুকে প্রকাশ করতে, হৃদয়ে ধরে রাখতে এখনি শক্ত ব্যবস্থা নিন। নইলে এই ভাইরাসে সামু নিস্তেজ হয়ে পড়বে। এখানে শুধুই চড়ে বেরোবে একদল বন্য শুয়োর আর কিছু নিস্তেজ মেরুদন্ডহীন মানুষ নামের জড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.