উপায় নাই গোলাম হোসেন ! তারিখঃ২২-১০-১১ সবিনয় নিবেদন মডু, সামু বিষয়ঃ সামু তে মন্তব্য করতে পারার আবেদন জনাব, বিনীত নিবেদন এই যে আমি বর্তমানে সামুর একজন সদস্য । সামুর নিয়মানুযায়ি ব্লগে রেজিস্ট্রেশান করার পর আমাকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হয়েছে । ৭ দিন অতিবাহিত হওয়ার পর ও আমি সামু তে মন্তব্য করতে পারসি না। কারন প্রথম পাতায় লেখা না যাওয়া পর্যন্ত কোন লেখায় মন্তব্য করা যাবে না। আমি আর ও আগে ২ খানা পোস্ট পুস্তাইসিলাম। কিন্তু সেগুলো প্রথম পাতায় না যাওয়ায় আমি মন্তব্য করতে পারসি না। অতএব, সামু সমীপে আমার বিনীত আবেদন আমার এই পোস্টখানা প্রথম পাতায় ছাপায়া আমাকে আমার সুচিন্তিত মন্তব্য প্রদানের অনুমতি দেয়া হোক। বিনীত নিবেদক লিন্কিন পার্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।