দরজার ওপাশে পড়েছে সেই পরিচিত ছায়া দেখেও দেখা হয়না; অথচ কী অদ্ভুত মায়া! একজোড়া চোখ আর অপেক্ষমান দৃষ্টি বাইরে তখন কালো মেঘের জটিল বৃষ্টি! আমি ঠিক তেমনি আছি সেই মেঘের মত যখন তুমি চাইতে বৃষ্টি, দিতাম কতশত! আমার মত তুমিও যে ওড়াতে রঙ্গিন ঘুড়ি, উদাস মনে আঁকতে কাব্য ছিলনাকো জুড়ি। এখন আমার আকাশটা যে নীলে নীলে ঠাসা সব পেয়েছির মাঝেই যেন সবুজ ভালোবাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।