আমাদের কথা খুঁজে নিন

   

স্বাপ্নিক রঙ্গিন প্রজাপতি

অস্থির এই সময়ে কিছু স্বস্তির সুবাতাস ছড়াতে চাই, আমি ক্রমঃশ আপনারে বিলিয়ে যাই তুমি সুখী হবে বলে... লেন-দেনের হিসাব মেলাতে মেলাতে তোমার, জীবনের হিসাব শেষ হয়ে যাবে! চাওয়া-পাওয়ার গল্প বুনতে বুনতে কখন- হতাশার খাতার পৃষ্ঠা ভারী হবে, তুমি পারবেও না জানতে! কালো কালো, লাল-নীল-বেগুনী, আর অনেকটা ধূসর, স্বপ্নেরা এসে- তোমার ঘুম কেড়ে নেবে! তোমাকে আশা দেখাবে, দুরাশায় দোলাবে, হতাশায় ভাসিয়ে সে অবশেষে- চুমুকে চুমুকে, তোমার ভেতরটা- এফোঁড়-ওফোঁড় করে দিয়ে; চলে যাবে দূর বন্দরের বাতিঘরে, যে আলোতে সে খুঁজে নেব তার ভবিষ্যৎ! কতটা শান্তি তুমি চেয়েছিলে বলো? ঠিক কতটা- স্বার্থের জন্য তুমি কাঙ্গাল হয়ে, ছুটেছ মিছে! মরীচিকা জেনেও তুমি চলেছ অবিরত, কিসের মোহে? কোন টানে? আদৌ কি বলো- সম্মোহনের ঘোর লাগা টোপে এতটা মধু? বালির বাঁধ দিয়ে তুমি দৃষ্টিকে আটকে দিতে পারো, স্রোতকে কিভাবে ঠেকাবে? তুমি ভেসে যাও- কেউ কেউ চাইলেও, এখনো ভাসাতে দেব না। আবারো ভুল পথে, ভুল করেই ফিরতে পারি, জানি- অনেক উহু আহা করে, পরিহাসের ছলে তুমি- খেলব না খেলব না বলে- ফের পুরনো খেলায় মাতবে! যে খেলা তোমার রক্তের স্রোতে বইছে! আর কতটুকু হৃদয়ে রক্তক্ষরণ হলে তোমার- হিসেবেরা মুছে যাবে? সব লেন-দেন চুকে যাবে? চাওয়া-পাওয়ার মোড়কে সাজানো, লোক দেখানো- প্রেম উবে যাবে? যেমনি বুনো ইচ্ছেরা ডানা মেলে- হতে চায় স্বাপ্নিক রঙ মাখানো রঙ্গিন প্রজাপতি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.