আমাদের কথা খুঁজে নিন

   

রঙ্গিন কিছু স্বপ্ন

আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - কিছু রঙ্গিন স্বপ্ন বুনেছিলাম এ মনের মাঝে কোন এক পরিচিত মানুষ কে নিয়ে । কিন্তু ভাগ্যের বিচিত্র রূপে আজ আমি পরাজিত এক মানুষ । হেরে গেছি পরিবর্তন নামের অনুভূতির কাছে । যে স্বপ্ন গুলো ছিল এ হৃদয় গহীনে তাও কেমন জানি পরিবর্তন হয়ে কষ্ট হয়ে গেছে ।

কি অদ্ভুত এই জীবন আমাদের, কাছের মানুষ গুলো যেন চোখের পলকে বদলে যায় । যেই মনটা এক সময় কাউ কে নিয়ে সুখের সমুদ্রে ভাসে , সেই মনটাই যেন কোন এক সময় বেদনার তীব্র বিষে নীল হয়ে যায় । কি আজব এই মন নিজের একটু সুখের জন্য কারো জীবন কে কষ্টের শেষ বিন্দুতে নিয়ে যেতে একটুও দ্বিধা করে না । সত্যিই আজব আমাদের এই মন । আমি জানি না জীবনের কাছে অনেক বেশী কিছু আশা করেছিলাম কি না ? তবে খুব বেশী কিছু চাই নি ।

ঐ রঙ্গিন স্বপ্ন গুলোই আমার চাওয়া ছিল । যা আজ ভেঙ্গে গেছে । রয়ে গেছে স্বপ্ন ভাঙ্গার কিছু কষ্ট আর হারানোর তীব্র বেদনা । ইমরান নীল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.