***ফিউচার এন্ড হোপ*** যদি নিজের গড়া স্বপ্ন গুলো ভেঙ্গে যেতে দেখ ,তবে ভেঙ্গে যেতে দাও তাকে কারন এই ভাঙ্গনের ব্যথতা তোমারই ............ আর নিরবে শুনতে থাকো ভাঙ্গনের সেই শব্দ. আর খুজতে চেষ্টা করো নিজের করা ভুলো গুলো, যার কারনে আজ এই পরিনতি . হতাশার মাঝে নিজেকে হারিয়ে না ফেলে ,মেতে ওঠো আবারও নতুন সৃস্টি মাঝে . আবার গড়ে তোলা স্বপ্নের সেই সেতু তোমার আত্ববিশ্বাসের ভিত্ত দিয়ে . দেখবে সফলতা বৃষ্টি হয়ে ধুয়েমুছে দিয়ে যাবে পুরনো সব গ্লানি ............... স্বপ্ন গুলো আবার রঙ্গিন হয়ে উঠবে ঘাসের কচি সবুজ পাতার মত আর রাঙ্গিয়ে তুলবে তোমার স্বপ্নের প্রকৃতি .......... বি: দ্র > আসলে মানুষের স্বপ্ন গুলো কোন সুন্দরী রমনীর কোমল হাতের এক জোড়া রঙ্গিন চুড়ির মত .....যখন ভেঙ্গে যায় তখন সাময়িক ভাবে কিছুটা কষ্ট দেয় ....কিন্তু পরক্ষনেই আবার খুঁজে নেয় নতুন একজোড়া ...যা আবার রাঙ্গিয়ে তোলে তার কোমল হাত দুটোকে ... কি লিখতে চাইলাম আর কি লিখলাম ..নিজেও ঠিক বুঝে পারলাম না ...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।