আমাদের কথা খুঁজে নিন

   

ইফতারের খাবার!!

ব্রেকিং নিউজ ইফতারে আমরা কত বাহারি খাবারই না খেয়ে থাকি। কিন্তু কেউ কি জানেন এর পুষ্টিগুণ কতটুকু?? আর ১৫ ঘন্টা না খেয়ে থাকার পর আপনার পাকস্থলী সম্পূর্ণ শুকনা থাকে। এ সময় শুকনা এ তৈলাক্ত খাবার যেমন মুরি, পিয়াজু, চপ ইত্যাদি খেলে পাকস্থলী উপরের স্তর থেকে দ্রুত মিউকাস নিসঃরন হতে থাকে খাবার গুলো ভেজানোর জন্য ও হজেমে সাহাজ্য করার জন্য। যা পরবর্তীতে গ্যাস্টাইটিস (গ্যাস্টিক) আরও পরে আলসার হোয়ার সম্ভাবনা থাকে এবং হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেরে যায়। তা ছাড়াও এসব খাবারে পুষ্টিগুণ ও ভালো নয়।

এতে যে তেল ব্যবহার করা হয় তাও সাস্থ্যস্মমত নয় । এজন্য ইফতারিতে যথাসম্ভব তেলমুক্ত খাবার খাওয়া যেতে পারে। ইফতারের খাবার হতে পারে এ রকমঃ ১ গ্লাস গ্লুকোজের সরবত। ৩ টা খেজুর ১ ফালি পেপে ১ টা সশা ২৫ গ্রাম কাচা ছোলা ২৫ গ্রাম সেদ্ধ ছোলা ৩০ গ্রাম মুড়ি ২ ঘন্টা পর রাতের খাবার রাতে খাবারের পর ১৫০-২০০ গ্রাম ফল ঘুমানোর আগে ১ গ্লাস ইসুফ গুলের সরবত। ভালো খাবার খান সুস্থ থাকুন।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।