আমাদের কথা খুঁজে নিন

   

ইফতারের মেনু

আমার ব্যক্তিগত ব্লগ খাবারের সময় বেশি মেনু থাকার চেয়ে পছন্দ মতোন অল্প মেনুর খাবার আমার বেশি পছন্দ। খাবারের আইটেম বেশি থাকলে কোনটা রেখে কোনটা খাব এই সমস্যায় পড়তে হয়। আবার কোন আইটেমই মন ভরে খাওয়া যায় না, চাখতে গিয়েই পেট ভরে যায়। তাই খাবারের সময় অল্প মেনু কিন্তু সুস্বাদু খাবার আমার বেশি পছন্দ। গতকাল তাই করেছিলাম।

মেনু ছিল পরোটা, লাউ মুরগীর ঝোল, মোরগ রেজালা, আলুর চপ আর খেজুর। সাথে ছিল রুহ আফজার সরবত। খেতে খুবই ভাল লেগেছিল। ছেলে সামলে পরোটা বেশি বানাতে পারিনি। তবে আলুর চপ আর অন্যান্য আইটেম অনেক ছিল।

এগুলো খেয়েই পেট ভরে গিয়েছিল। শেখা (আমার ছোট বোন) বলল, আজকের ইফতারের সবচেয়ে ভাল দিক হলো বাড়ির তিন পিচ্চিই খাবার পছন্দ করেছে। দিয়া (শেখার মেয়ে ১১ মাস) পছন্দ করেছে আলুর চপ। ওর বাপকে নিজের ইফতার ফেলে মেয়েকে খাওয়াতে হয়েছে। তামিম (বড় আপার ছেলে ক্লাস ৩তে পড়ে, যে কিছুই খায় না ইফতারে) পছন্দ করেছে মোরগ রেজালা।

বলল, একদম রেস্টুরেন্টের মতোন স্বাদ হয়েছে। শাফিন (আমার আড়াই বছরের ছেলে) খেলো পরোটা দিয়ে মোরগ রেজালা আর কলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।