বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আমি সাধারণতঃ কারো কাছে দাওয়াত চেয়ে নেই না। তবে কেউ খুশি হয়ে দাওয়াত দিলে তা গ্রহন করি। এইতো, প্রায় দিনই ইফতারির দাওয়াত পাচ্ছি। সাত রোজার পর থেকে বেশী শুরু হয়েছে।
কোন কোন দিন ডবলও দাওয়াত পাচ্ছি। ভালো অপশন রেখে অন্যটা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছি। "ভালো অপশন" অর্থ হলো, কার বাড়ীতে ভালো ইফতারি রান্না হতে পারে। আর সেটা কত্ত মজা হতে পারে।
এইতো কয়েকদিন ধরেই একের পর এক ব্লগ বন্ধুদের বাসায় ইফতার করছি।
আরো কয়েকটা সিরিয়ালে আছে।
কি যে করি বলেন তো!! আপনারা দাওয়াত দিলে তো আবার নিষেধও করতে পারি না। প্রিয়জন বলে কথা!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।