চায়নায় পড়ার জন্য ০১৬৮৪৪৪৩০৮৬, ০০৮৬১৩৭১৯২৭৫০৪৬ www.xueonline.info ফেইসবুকে চায়নার আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের গ্রুপ হয়েছে। এখানে সব দেশের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের চায়নার অভিজ্ঞতা এবং চায়নাতে বসবাসের জন্য বিভিন্ন উপকারী তথ্য নিয়ে আলোচনা হয়। এখন গ্রুপের সংখ্যা দু'শর উপরে ছাড়িয়ে গেছে, দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। চায়নাতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য যেমন গ্রুপটি করা হয়েছে তেমনি অধ্যয়নের জন্য যারা আগ্রহী তাদের জন্যও গ্রুপটি বিশেষ উপকারি হবে। বিশাল চায়নার যত প্রদেশ আছে এবং এসব প্রদেশে যত বিদেশী ছাত্রছাত্রী আছে তাদেরকে একসাথ করার জন্য এই গ্রুপ তৈরির উদ্দেশ্য।
তাছাড়া এই গ্রুপ এর মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশ এবং জাতি সম্পর্কে জানতে পারবে। এখানে ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখার ব্যাপারে আলোচনা করতে পারবে। বাংলাদেশী ছাত্রছাত্রীরা অনেকেই এই গ্রুপে জয়েন করেছে। গ্রুপটির এ্যাডমিনে বাংলাদেশী দুইজন রয়েছেন যারা দেশভিত্তিক হিসাবে সংখ্যাগরিষ্ঠ। তাদের দুই জনের ফেইসবুকের নাম হচ্ছে: Mohammad Kais Haider Chowdhury এবং Dr-Moyukh Chowdhury।
তাদের মধ্যে একজন হচ্ছেন গ্রুপটির ক্রেয়েটর। গ্রুপটির মোট এ্যাডমিন সংখ্যা হচ্ছে ৪ জন। গ্রুপটির জন্য অতিসত্বর অফিসিয়াল ওয়েবসাইট চালুর ব্যাপারে পরিকল্পনা গ্রহন করা হয়েছে গ্রুপটির জনপ্রিয়তা দেখে। গ্রুপটিতে কেউ জয়েন করতে চাইলে এই লিংকে যান Click This Link
এবং এ্যডমিন Mohammad Kais Haider Chowdhury or Dr-Moyukh Chowdhury এর সাথে যোগাযোগ করতে পারেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।