তারেক রহমানকে নিয়ে প্রবাসী এক বিএনপি নেতার সঙ্গে কথপোকথন সামাজিক যোগাযোগের সাইটগুলোতে প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে একথা জানান বিএনপির এই সংসদ সদস্য।
ওই কথপোকথনে খালেদা জিয়ার ছেলেকে কটাক্ষ করায় পাপিয়ার এলাকার বিএনপি নেতা-কর্মীদের ক্ষোভ রয়েছে। তবে পাপিয়া বলছেন, ওই কণ্ঠ তার নয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তা করা হয়েছে।
এনিয়ে প্রবাসী এক ব্যক্তির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে সাধারণ ডায়েরি করেছেন পাপিয়া। ওই তথ্য জানিয়ে এক সংবাদ সম্মেলনে ফেইসবুক ভীতির কথা জানান এই আইনজীবী।
পাপিয়া বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কোনো অ্যাকাউন্ট নেই। ভয়ে ফেইসবুক বা অন্য কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। ভবিষ্যতেও ব্যবহার করার কোনো পরিকল্পনাও নেই। ”
ফেইসবুকে অনেক সময়ই অনেক কিছুকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, বলেন তিনি।
“জানেনই তো, মেয়েদের রাজনীতি অনেক সেনসেটিভ।
এখানে অনেক কষ্ট করে উঠে আসতে হয়। এরপর অনেক সময় সামান্য কিছু ঘটলেও সেটাকে সামাল দেয়া যায় না। তাই সব সময়ই সতর্ক থাকতে হয়। ”
কণ্ঠ ‘নকল করে’ তারেক রহমানকে জড়িয়ে ইন্টারনেটে ‘কটূক্তিপূর্ণ অডিও’ ছড়ানোর অভিযোগে মো. নাজমুল হক হেলাল নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন পাপিয়া।
গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা ওই জিডিতে হেলালের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা চেয়েছেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।