প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার দায়ে ইতালিয়ান আইন অনুসারে দুই নারীর আলাদাভাবে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার ৪০০ ডলার জরিমানা হতে পারে।
প্রথম মামলার অভিযুক্ত মেরিনা মরপুরগো একজন সাবেক সাংবাদিক। এক স্কুলের পোস্টারের মান যথাযথ মনে না হওয়ায় তাদের ফেইসবুক পেইজে তিনি মতামত প্রকাশ করেন। প্রকাশিত পোস্টার আর ব্যানারগুলো নারীদের হেয় করে করা হয়েছে বলে পেইজে লিখেছিলেন মরপুরগো। স্কুল কর্তৃপক্ষ তার এই আচরণ মেনে নেয়নি এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
দ্বিতীয় মামলার অভিযুক্ত একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইতালির বলগ্নায় এক পরিচিত রেস্টুরেন্টে তাকে নষ্ট ওয়াইন পরিবেশন করা হয়েছিল বলে ট্রিপঅ্যাডভাইজরে অভিযোগ করেন তিনি। এক বছর আগে তার করা অভিযোগটির বিরুদ্ধে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এখন মামলা দায়ের করেছে।
ইতালির ক্রিমিনাল এবং প্রযুক্তি অপরাধ বিশেষজ্ঞ আইনজীবী ফ্রান্সেস্কো মিকোজি জানিয়েছেন, মিডিয়ার প্রভাব থাকলেও মামলা দুটি সম্ভবত নিস্পত্তি হয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।