একজন চরম বোরিং মানুষ, কোন এক্সসাইটমেন্ট নাই আমার মাঝে। চিল্লাপাল্লা ভালো লাগেনা। ভর্তি পরীক্ষা হচ্ছে না, সেটাতো সবাই জানলাম। এবার আসুন কেন হচ্ছেনা তার ভিতরের কথাগুলো জানার প্রয়াস পাই।
১।
মেডিকেল এর ভর্তি কোচিং এর দুইটা মুল সেন্টার চালায় রেটিনা(জানেনই তো কারা চালায়) এবং প্রাইমেট(দলের)। এবং তারা এই সময়ে ব্যাপক ইনকাম করে। ফলে লীগের ছেলেরা তাদের হল থেকে বের করে দিলেও বহাল তবিয়তে থাকে। অপরদিকে লীগের ছেলেদের তেমন কোচিং চলতে দেখি নি। তাদের জন্য এই সিদ্ধান্ত ব্যপক খুশির।
২। কসাই কসাই করে ডাক্তার রা এখন টাকা কম পাচ্ছে। ভর্তি ফর্মে এখন আর কত ইনকাম হয়?এই ভর্তি বানিজ্যতে তারা এখন এক বছরে বড়লোক।
আমার কথা হল-আমার রেসিডেনশিয়াল মডেল কলেজে এবার ডাবল গোল্ডেন আছে ২০০ জন। এরা কী সবাই ডি এম সি হবে? নাকী আগে ফরম নিলে আগের কলেজে ভর্তি?
ডাক্তাররা সর্বোচ্চ ৪০ লাখে সীমাবদ্ধ থাকা উচিত।
ঢাকা মেডিকেল ৪০ লাখ থেকে শুরু! কী বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।