এখনও লেখার সময় হয়নি । সে এক অন্য রকম অভিজ্ঞতা । আমার কথা আমি খুব বেশি লেখি না , তবে কিছু সময় মনে হয় কিছু অভিজ্ঞতা কিছু ভাল লাগা সবার সাথে শেয়ার না করলেই নয় । হটাৎ প্ল্যান হল পাটুরিয়াতে নদীর ইলিশ মাছ দিয়ে সেহেরী করবো আর সাথে ফ্রেশ ইলিশ মাছ কিনব। যেমন কথা তেমন কাজ ।
পাটুরিয়া যাবার কথা শুনে প্রথমে অনেকেই যাবার জন্য খুব একটা আগ্রহী না হলেও শেষ পর্যন্ত বারোটায় যখন গাড়ি রওনা হয় কেউ আর বাদ গেল না । গাবতলী পর্যন্ত ঠিক ছিল রাস্তা, কোন জাম নেই তারপর গাবতলী পার হবার পরে গাড়ীর গতি দেখে ভাবলাম রুটি কলা কিনে নেব কিনা( ? কারন রাস্তায় সেহেরী করতেই হয় কিনা ! সারি ট্রাক বাস চারিদিকে খুব কম মানুষ জন। এই হল রাতের ঢাকা । চারিদিকের হাইওয়ের গাড়ির বিকট হর্ন আর লাইটগুলোর সামনে গুড়ো গুড়ো বালু আর ধুলার এক অপরূপ কারুকাজ, যেন মেঘ এর ছটা আসছে আমাদের মাইক্রো বাসএর জানালায় । কালো পিচঢালা রাস্তা দ্রুত ধাবমান গাড়ির আলোয় চকচক করছিল।
হটাৎ এক আদজন বিচ্ছিন্নভাবে বসে আছে রাস্তার পাশে। দোকানপাট,মার্কেট সব বন্ধ। তার মধ্য আমাদের ড্রাইভার তো চলন্ত এক্সিডেন্ট বিশ্বকোষ তার সব মুখস্ত কোথায় কে কবে এক্সিডেন্ট করেছিল আর কত জন এর প্রান গিয়েছিলো। যাই হোক হাইওয়ের গাড়ির বিকট হর্ন ড্রাইভারের বকবকানি আর বন্ধু দের আড্ডায় প্রায় ৩ টার দিকে পাটুরিয়া পৌঁছালাম । সেহেরী করতে সবাই ঝাপিয়ে পড়লো গরম গরম ফ্রেশ ইলিশ ফ্র্যাই নিয়ে।
বিল দেবার সময় খবর হল ১০ জন ৬০ পিস মাছ সাবাড় করে দিয়েছি। সারা রাত মানে ভোঁর ৪.৩০ থেকে ৬ টা পর্যন্ত ব্যাপক মাস্তি করলাম সবাই । তারপর শুরু হল মাছ কেনা। নিলাম এ মাছ কিনতে হয় সবচে মজা পেলাম নিলাম প্রক্রিয়া দেখে নিলামকারিরা দাম ডাকে ৮০০-----৮০০------- ৮০০.------৮০০ দাম এক ,৮০০দাম দুই ,তিন আর হয় না । .সামনে দিয়ে কেউ হেঁটে গেলে দাম বলুক না বলুক ওরা বলে ৮২০--------৮২০-----------সেই রকম মজা।
মাছ এর দাম খুব কম তা নয় ৬০ কেজির দাম পরেছে ৫০০০০/= টাকা তবে ফ্রেশ । সবচে ভাল লেগেছে জীবিত ইলিশ মাছ দেখে ভিডিওটা দিলামএখানে সত্যিই সে এক অন্য রকম অভিজ্ঞতা । সারা রাতের ক্লান্ত, পরিশ্রান্ত দেহ নিয়ে ঢুলু ঢুলু চোখেঅপেক্ষা করছিলাম কখন বাসায় সবার সাথে শেয়ার করবো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।