৩০ লক্ষ শহীদ, মা বোনের ইজ্জত, আর শত লাঞ্চনায় আজ আমার বাংলাদেশ। রক্তের ধারা বেয়ে নেমে আসা এই দেশ। অশ্রুতে ভেসে আসা এই দেশ। আমার মায়ের, বোনের লজ্জায় রাঙ্গানো এই দেশ। পারিনা ভাবতে, চোখ ভরে আসে জলে।
কষ্টে গলা ধরে আসে। বুঝিনা কি করি। দিশেহারা হয়ে যাই যুদ্ধের কথা শুনে। আমি দেখিনি যুদ্ধ কি? শুনেছি আমার মায়ের মুখে। শোনা ঘটনায় চোখ বেয়ে অশ্রু ধারা নামে।
ভাবি কি ভাবে দিন কেটেছে আমাদের নির্ভিক যোদ্ধাদের। এতসব কথা লিখতেও কষ্ট হয় বুকের মাঝে। আর কষ্ট হয় কিছু পশুর কথায়। ধিক্কার দেই, যারা বলে এদেশে গৃহযুদ্ধ ছিল। থু থু দেই, যারা বলে এদেশে কোন যুদ্ধ অপরাধী নাই।
তাদের জন্ম নিশ্চয় কোন পশুর ঘরে। চিড়িয়াখানার কোন নিকৃষ্ট জন্তুর গর্ভে তাদের জন্ম। বাবা কি তারা হয়ত জানেনা। মা কি তারা হয়ত জানে না। এখন কষ্ট হয় পতিতালয়ের ঐ নবজাতক শিশুর জন্য।
যে এতদিন কষ্ট নিয়ে জন্মাতো। আজ আরেক কষ্ট তাদের বুকে বাসা বাধে তাদের সমকক্ষ হলো এমনই সব লোক যারা এই কাতারে নেমে এলে পতিতালয়ের মাটিও লজ্জা পায়।
পুনশ্চঃ তবে তারা এখনো ভালো আছে এবং ভবিষতেও ভালো থাকবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।